Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সিস্টেম লস কমানো এবং আর্থিক অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে বিদ্যুৎ সেক্টরকে আরো জবাবদিহি এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাকে পৃথক সংস্থাতে রুপান্তর করা হয়েছে। আর সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টম লস হ্রাসকরণ ও আর্থিক অবস্থা শক্তিশালী করণের লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানী আইন/১৯৯৪ এর অধীনে নভেম্বর/২০০২ সালে বিদ্যুৎ বিতরণ কোম্পানী হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়। পহেলা অক্টোবর, ২০০৩ সালে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২১টি উপজেলায় কর্মরত মানবসম্পকে ওজাপাডিকোতে লিয়েনে হস্তান্তর করা হয়। চুক্তি সম্পাদনের পর পহেলা এপ্রিল, ২০০৫ সালে ওজোপাডিকো স্বাধীনভাবে তৎকালীন বিউবোর বিতরণ পশ্চিমাঞ্চলে তার নিজস্ব কার্যক্রম শুরু করেন। 

ওজোপাডিকোর আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, অফিসটি শেখপাড়া স্টাফ কোয়ার্টারে অবস্থিত । ভৌগোলিক এলাকা সমুহ শীববাড়ী , সোনাডাঙ্গা, নিরালা,গল্লামারী,ময়লাপোতা, জিরোপয়েন্ট, রূপসা শিল্পাঞ্চল।

ওয়ান স্টপ নাম্বার - ০১৭১৪১৬৭৭৭২ 

জোড়াগেট কমপ্লেইন সেন্টার - ০১৯৭৬৮৯৮৮১১

বসুপাড়া কমপ্লেইন সেন্টার- ০১৩১৫৪২৮৬৯৫

আমতলা কমপ্লেইন সেন্টার- ০১৯৭৬৮৯৮৮৬৬

রূপসা কমপ্লেইন সেন্টার- ০১৪০৫৮৮৬৬০৭